হজ্জ করার ২৫টি উপকারিতা
আরবি আয়াত ও হাদীসসহ
হজ্জ শুধু একটি ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ঐক্য, ত্যাগ, ধৈর্য ও জান্নাতের পথে এক মহান সফর। 🌺
১
হজ্জে গুনাহ মাফ হয়, যেন নবজাতক শিশুর মতো হয়ে যায়
«مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»
📜 (সহিহ বুখারী, মুসলিম)
💬 অর্থ: "যে ব্যক্তি হজ্জ সম্পন্ন করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকল, সে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই তার জন্ম হয়েছে।"
২
হজ্জ মাবরূরের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়
«الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ»
📜 (সহিহ বুখারী)
৩
হজ্জে পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়
«مَنْ أَدَّى الْحَجَّ الْمَبْرُورَ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
📜 (তিরমিযী)
৪
হজ্জ আত্মশুদ্ধি ও তাওবার বাস্তব প্রকাশ
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
📜 (সূরা আল-বাকারা ২:১৯৬)
💬 অর্থ: "আল্লাহর জন্য হজ্জ ও উমরাহ সম্পন্ন করো।"
৫
আরাফাতের দোয়া সর্বাধিক কবুল হয়
«خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ»
📜 (তিরমিযী)
৬
হজ্জে আল্লাহর ঘরে গিয়ে যে শান্তি পাওয়া যায়, তা তুলনাহীন
«النَّظَرُ إِلَى الْكَعْبَةِ عِبَادَةٌ»
📜 (বায়হাকী)
💬 অর্থ: কা'বার দিকে তাকানো নিজেই ইবাদত।
৭
হজ্জ মুসলিমদের মধ্যে ঐক্যের প্রতীক
সবাই একই পোশাক, একই কিবলাকে লক্ষ্য করে দাঁড়ায়—মানবজাতির ভ্রাতৃত্বের দৃশ্য।
৮
হজ্জ হারাম উপার্জন থেকে দূরে রাখে
«إِذَا خَرَجَ الْحَاجُّ مِنْ بَيْتِهِ ... كَانَتْ نَفَقَتُهُ لَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ دِرْهَمٍ»
📜 (তাবরানী)
💬 অর্থ: "যদি হালাল অর্থে হজ্জে যায়, প্রতিটি দিরহাম সাতশত গুণে প্রতিদান পায়।"
৯
হজ্জ ধৈর্য, ত্যাগ ও আত্মসংযম শেখায়
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ
📜 (সূরা আল-বাকারা ২:১৫৮)
💬 অর্থ: "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অংশ।"
১০
আরাফাতের ময়দানে ক্ষমার ঘোষণা হয়
«مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ»
📜 (সহিহ মুসলিম)
১১
হজ্জে কষ্টের মধ্যেও সওয়াব নিহিত
«مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ ... إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»
📜 (সহিহ বুখারী)
১২
হজ্জের পর পরিবারেও রহমত নাযিল হয়
«اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ»
📜 (বায়হাকী)
১৩
হজ্জে ধৈর্য শেখা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দেয়
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
📜 (সূরা আত-তালাক ৬৫:২)
১৪
হজ্জ ইসলামের পঞ্চম স্তম্ভ
«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ... وَحَجِّ الْبَيْتِ»
📜 (সহিহ বুখারী, মুসলিম)
১৫
হজ্জ আত্মনিবেদনের প্রকৃষ্ট প্রকাশ
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
📜 (সূরা আলে ইমরান ৩:৯৭)
১৬
হজ্জে মৃত্যু হলে শহীদের মর্যাদা
«مَنْ خَرَجَ حَاجًّا فَمَاتَ، كُتِبَ لَهُ أَجْرُ الْحَاجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
📜 (বায়হাকী)
১৭
হজ্জের নামাজের ফজিলত — এক রাকাআত ১,০০,০০০ নামাজের সমান
«صَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ»
📜 (ইবনে মাজাহ)
১৮
হজ্জের মূল ভিত্তি — খাঁটি নিয়ত
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
📜 (সহিহ বুখারী)
১৯
কা'বার দিকে তাকানো বরকতের কাজ
«النَّظَرُ إِلَى الْكَعْبَةِ عِبَادَةٌ»
📜 (বায়হাকী)
২০
হজ্জ আত্মসমালোচনা ও আখিরাতের চিন্তা শেখায়
إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ
📜 (সূরা মুহাম্মাদ ৪৭:৩৬)
২১
হজ্জের প্রস্তুতি মানুষকে পরিকল্পনা ও আল্লাহর উপর নির্ভরতা শেখায়
فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِينِ
📜 (সূরা আন-নামল ২৭:৭৯)
২২
ইবরাহীম (আ.) এর স্মৃতি মানুষকে ঈমান দৃঢ় করে
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ
📜 (সূরা আল-বাকারা ২:১২৭)
২৩
উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
📜 (সূরা আল-হুজরাত ৪৯:১০)
২৪
হজ্জ মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করে
«الْحَاجُّ يُغْفَرُ لَهُ وَمَنْ مَاتَ فِيهِ كُتِبَ مِنَ الشُّهَدَاءِ»
📜 (বায়হাকী)
২৫
আল্লাহ বলেন — হজ্জে বের হয়ে মৃত্যু হলে জান্নাত ফরজ
«مَنْ خَرَجَ يَحُجُّ فَمَاتَ، كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ الْحَاجِّ وَأُجِرَ عَلَيْهِ وَجَعَلَ لَهُ الْجَنَّةَ»
📜 (আহমদ)
✅ হজ্জ শুধু একটি ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ঐক্য, ত্যাগ, ধৈর্য ও জান্নাতের পথে এক মহান সফর। 🌺
আমাদের সেবাসমূহ
হজ্ব প্যাকেজ ২০২৬-২০২৭
সম্পূর্ণ সুবিধাসহ হজ্ব প্যাকেজ বুকিং চলছে
উমরাহ প্যাকেজ
বিশেষ সুবিধাসহ সাশ্রয়ী উমরাহ প্যাকেজ
এয়ার টিকেট
সকল দেশের জন্য সাশ্রয়ী এয়ার টিকেট
ভিসা সেবা
দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং
ট্যুর প্যাকেজ
কাস্টমাইজড ট্যুর প্ল্যান ও প্যাকেজ
হোটেল বুকিং
বিশ্বমানের হোটেল সেবা
যোগাযোগ করুন
বেস্ট ফ্লাই ট্যুরস এন্ড ট্রাভেলস
আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী
📍
অফিস
আলম প্লাজা (৩য় তলা)
বড়পোল মোড়, হালিশহর
চট্টগ্রাম, বাংলাদেশ