হিমালয়ের মাঝে অবস্থিত সৌন্দর্যে ঘেরা একটি দেশ, নেপাল। নেপাল তার মনোরম দৃশ্যাবলী, প্রাচীন মন্দির এবং বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে উপমহাদেশের অন্যতম পছন্দের একটি টুরিস্ট স্পট। প্রতিবছর লাখ লাখ মানুষ নেপালয়ে যায় নেপাল ভ্রমণ করতে, না হয় ট্রেকিং করতে । নেপালে পাহাড়-পর্বত এবং ট্রেকিং ছাড়াও পর্যটকেরা আসেন এখানকার দর্শনীয় স্থান মন্দির এবং বুদ্ধস্তুপ গুলোর মতো দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে।
বাংলাদেশ থেকে নেপালে আপনার জার্নি শুরু করার আগে, কয়েকটি প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি:
প্রয়োজনীয় ডকুমেন্টস: আপনার নেপাল টুরটির আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, নেপালে ভ্রমণের ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস বা তার বেশি হতে হবে। অনেকসময় আমরা নির্ধারিত তারিখে টুর প্ল্যান করার আগে পাসপোর্টের মেয়াদের কথা খেয়ালে রাখি না।
মানি ট্রান্সফার এবং বাজেট নির্ধারণ: বাংলাদেশ থেকে যাওয়ার আগে অবশ্যই টাকার বিনিময় এক্সচেঞ্জ করে নিবেন। থাকা, খাওয়া, যাতায়াত এবং নেপালে আপনার সমস্ত এক্টিভিটিসের একটি বাজেট আগে থেকেই নির্ধারণ করে যাবেন। তাহলে নেপালের আপনার থাকাকালীন সময়ে কোনো ঝামেলায় পড়তে হবে না।

---





---












---




আলম প্লাজা ২য় তলা, বরপোল মোড়, চট্রগ্রাম।


